শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদকন্যা সন্তানকে নদীতে ছুড়ে হত্যা করল পাষণ্ড বাবা

কন্যা সন্তানকে নদীতে ছুড়ে হত্যা করল পাষণ্ড বাবা

আধুনিক রিপোর্ট:

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক থেকে নদীর পানিতে ফেলে নিজের দেড় বছরের শিশুকন্যাকে হত্যার দায় স্বীকার করেছেন পাষণ্ড বাবা ইমরান আহমেদ (৩০)। সোমবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি এই স্বীকারোক্তি প্রদান করেন। ইমরান সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট উত্তরপাড়ের মোহাম্মদ আলীর ছেলে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত অপর আসামি ট্রাকের হেলপার একই এলাকার বাদল মিয়া (২২) পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বানিয়াচং উপজেলায় শুটকি নদীর শাখায় কাগাপাশা ব্রিজের নিচ থেকে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সরকারি সিদ্ধান্তে বেওয়ারিশ হিসেবে শিশুটিকে দাফন করা হয়। দাফনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মা ইয়াসমিন আক্তার এসে সন্তান এনিকে শনাক্ত করে তার সাবেক স্বামীসহ দুজনের নামে মামলা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সুনামগঞ্জের দুয়ারা বাজারে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। তিনি চারটি বিয়ে করেছেন। ইয়াসমিন ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের ঘরে দেড় বছর বয়সী মেয়ে ছিল এনি। এ ছাড়া ইয়াসমিনের আগের সংসারের এক সন্তান রয়েছে।

তিনি আরও জানান, ইয়াসমিন আক্তার অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সালিশে শিশু এনির জন্য ইমরান প্রতি মাসে ২ হাজার টাকা দেয়ার সিদ্ধান্তে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি ইমরান এনির জন্য নিয়মিত টাকা না দেয়ায় ইয়াসমিন তার সঙ্গে যোগাযোগ করেন। পরে চিকিৎসা করানোর কথা বলে গত ২৯ জানুয়ারি রাতে ইয়াসমিন ও মেয়ে এনিকে ট্রাকে তুলে নেন ইমরান। সিলেট থেকে ট্রাকটি বানিয়াচংয়ের কাগাপাশা ব্রিজে উঠলে মেয়ে এনিকে ছুড়ে পানিতে ফেলে দেন। এরপর ইয়াসমিনকে নবীগঞ্জের একটি রাস্তায় নামিয়ে দিয়ে ইমরান তার সহযোগী বাদল মিয়াকে নিয়ে পালিয়ে যান।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments