শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeশীর্ষ সংবাদমাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আধুনিক রিপোর্ট:

সিলেট বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়ার মেহেদী আফনান (৩২) ও হবিগঞ্জের চুনারুঘাটের বড়াইল এলাকার আশফাকুজ্জামান (২৮)। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, মালনীছড়া চা-বাগান এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে মেহেদী মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আশফাকুজ্জামাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments