বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Google search engine
Homeসংবাদশীতার্তদের মধ্যে বালাউটি হেল্পিং হ্যান্ডস'র শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মধ্যে বালাউটি হেল্পিং হ্যান্ডস’র শীতবস্ত্র বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি:

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এবার শীতের প্রথম থেকে গ্রামে ও শহরের আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।

বর্তমানেও তাদের কার্যক্রম অব্যহত রয়েছে। দিনের বেলা গ্রামের বিভিন্ন প্রত্যন্ত আঞ্চলে ও রাতে শহরের অলি-গলিতে শীতে কাঁপতে থাকা ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে দিনের বেলায় বিতরণ করলে তুলনামূলক সচ্ছল মানুষও শীতবস্ত্র নিয়ে যায়। এতে প্রকৃত অসহায়রা বঞ্চিত হয়ে যায়। তাই তাঁরা রাতে দিকে বিভিন্ন স্টেশনে অসহায় মানুষেদের থাকার জায়গায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন। যেন প্রকৃত হকদাররাই এ দানে উপকৃত হন।

সারা বছর আল্লামা বালাউটি হ্যাল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম ঘর তৈরি,টিউব ওয়েল স্থাপন,গরীবশিক্ষার্থীদের খরচ বহন,খাবার,কাপড় শীতবস্ত্র ইত্যাদি দান চলমান থাকে।

আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর শীতবস্ত্র বিতরণ ও মানবিক কার্যক্রমে যে কেউ অংশগ্রহণ করতে চাইলে সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আল্লামা বালাউটি হ্যাল্পিং হ্যান্ডস ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments