ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় রেললাইনের পাশ থেকে লিল মিয়া (৩৫) নামে গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত লিল মিয়া কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আকলু মিয়ার ছেলে। চার সন্তানের জনক লিল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রেললাইনের পাশে লাশটি থাকায় পরে রেলওয়ে পুলিশ এসে লাশটির সুরতহাল শেষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এবিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে।