শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeমৌলভীবাজারযমজ শিশুদের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

যমজ শিশুদের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে পাননি তিনি। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাইরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বfইরে বের হয়ে আসেন।

দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ সিলেট প্রতিদিনকে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments