কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া এর ‘এডভান্সিং উইমেন’স রাইট অব একসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আইডিয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর তামান্না আহমেদের সঞ্চালনা ও প্রবন্ধ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
সভার প্রধান অতিথি সুনজিত কুমার চন্দ বলেন- এ প্রকল্প নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও তথ্য প্রবাহ নিশ্চিত করতে কাজ করবে। সরকারি বিভিন্ন ধরণে প্রশিক্ষণ রয়েছে। সেই তথ্য সর্ম্পকে নারীরা অবগত হয়ে তাদের উন্নয়নে অবদান রাখবেন।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, আইডিয়ার মনিটরিং অফিসার মনিরুল ইসলাম, প্রজেক্ট অফিসার পপি তালুকদার, কংকন দাস, তথ্য বন্ধু হাফসা খানম প্রমুখ।