কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেট কোম্পানীগঞ্জ থানাপুলিশের পৃথক অভিযানে রাসেল আহমেদ নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী রাসেল আহমেদ (২৬) উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের তুরুংছড়া গ্রামের আসমত আলী’র ছেলে।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) ভোর ৫টায় থানার উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তুরুংছড়া এলাকা হতে রাসেল আহমেদ’কে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি রাসেল আহমেদ’কে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার বিরুদ্ধে গোয়ানঘাট থানার জিআর ১২৮/১৭ ধারা- ৩২৪ পেনাল কোড মামলা রয়েছে।