ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার(ভুমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানার ওসি(তদন্ত)নিপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউপি চেয়ারম্যার এইচটি ফখর উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সত্যব্রত রায়, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন , আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, প্রধান শিক্ষক শহীদ হাসান ও শিক্ষিকা শিল্পী ধাম।
সভায় সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় সকলের আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সরকারের মন্ত্রী সভায় শফিকুর রহমান চৌধুরীকে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা জানানো হয়। এছাড়াও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।