ফেঞ্চুগঞ্জ প্রতিনিধ:
ফেঞ্চুগঞ্জে আব্দুল হক ফাউন্ডেশন’র উদ্যোগে পূর্ব ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালইয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ১২৫ জন শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিক উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বাহার উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. খসরু মিয়া।
আব্দুল হক পূর্ব ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা পরিবারের সন্তান। ১৯৮৮ সালে এক একর তেত্রিশ শতক জায়গার উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।