কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় ৩নং তেলিখাল ইউনিয়নের বাউয়াবিল বাসার ডর হাওর অঞ্চলে কাপড়ে মোড়ানো ৩টি পোতলা থেকে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৯৮ বোতল ফেনসিডিল আটক করা হয়। এবং ৩ জন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।