বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeসংবাদছাতকে ১২৩৬ জন আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ভাতা বিতরণ

ছাতকে ১২৩৬ জন আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ভাতা বিতরণ

ছাতক প্রতিনিধি:

পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে শান্তি শৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা পালন করে আসছে আনসার ও ভিডিপির সদস্যরা। গেল ৭ জানুয়ারি সারা দেশের ন্যায় সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিটি কেন্দ্রে শান্তি শৃঙ্খলার কাজে নিয়জিত ছিলেন। বিশেষ করে ছাতক উপজেলার ১০৩টি ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ১২৩৬জন (নারী-পুরুষ) আনসার ভিডিপির সদস্যরা।

জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে তারাও প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরির মতো কাজ করেছেন। এইসব সদস্যদের মধ্যে বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাতক উপজেলা কার্যালয় থেকে নির্বাচনী ভাতা বিতরণ করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ভাতা বিতরণ কমিটির সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ভাতা বিতরণ কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা প্রশিক্ষক মাহবুবুর রশিদ, ছাতক উপজেলা প্রশিক্ষক নিলুফা চৌধুরী, সুনামগঞ্জের মনিটরিং কর্মকর্তা শফিক আহমদ।
এসময় বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, দলনেতা ও বিভিন্ন গার্ডের পিসি ও আসনার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments