বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদগোলাপগঞ্জে অভিনব কৌশলে মাদক বহন, ১৮০০ পিস ইয়াবা সহ আটক ৩

গোলাপগঞ্জে অভিনব কৌশলে মাদক বহন, ১৮০০ পিস ইয়াবা সহ আটক ৩

আধুনিক রিপোর্ট:

গোলাপগঞ্জে অভিনব কৌশলে ১৮০০ পিস ইয়াবা নিয়ে যাওয়ার সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই জকিগঞ্জ উপজেলার। অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর পুত্র আতাউর রহমান আতা (৫২), লোহার মহল গ্রামের মৃত তছির আলীর পুত্র বেল্লাল আহমদ (৪৩) এবং পলাশপুর গ্রামের আব্দুল বারীর পুত্র মাসুদ আহমদ (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ অভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি এলাকার চৌঘরি বাজারে সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেটগামী একটি অ্যাম্বুলেন্সে সিগন্যাল দিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের ৩ জনকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী অ্যাম্বুলেন্স (যার নাম্বার ঢাকা মেট্রো- চ- ৭৪-০১২৩) জব্দ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments