বিয়ানীবাজার প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিলেট-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার সিলেট-৬ আসনের বিয়ানীবাজারের মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেছেন।
রোববার সকাল ৮টায় তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, সরওয়ার হোসেনের ছোট ভাই সাহেদ হোসেন এবং ছেলেকে সাথে নিয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার প্রত্যাশাবাদ ব্যক্ত করেছেন।