বিয়ানীবাজার প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিলেট-৬ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেছেন।
রোববার সকাল ৮টায় তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বিয়ানীবাজার
পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদকে সাথে নিয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।