বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeরাজনীতিসিলেট-৫ : বড় ব্যবধানে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বিজয়ী

সিলেট-৫ : বড় ব্যবধানে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বিজয়ী

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিলেটের ফুলতলী ছাহেবের কনিষ্ঠ ছেলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৪৭ হাজার ১৫৩ ভোট তাঁর নিকটতম সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ৩২ হাজার ৯৭৩ ভোট পান।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির পেয়েছেন ২০ হাজার ২৩০ ভোট। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩২৫ জন। ভোট কেন্দ্র ছিলো ১৫৮ টি।

এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী শাব্বির আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments