আধুনিক ডেস্ক:
সিলেটে ৬ টি আসনে একযোগে ৮ ঘণ্টা ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও মুন্সিগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে একজনের। এছাড়া কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অনেক কেন্দ্রে নৌকা ছাড়া ভিন্ন দলগুলোর প্রার্থীদের এজেন্টদের পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।
সারাদেশে ৪২ হাজার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হয়। ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুসারে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।