বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
Google search engine
Homeজাতীয়সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত: ড. মঈন

সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত: ড. মঈন

আধুনিক কাগজ ডেস্ক:

রোববার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর সাজানো নাটক করছে সরকার। তবে নাটক করে জনগণ ও বিশ্বকে প্রতারিত করতে পারবে না। রহস্য সারাবিশ্বে উন্মোচিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে না গিয়ে দেশের মানুষ সরকারকে বর্জন করেছে।

তিনি আরো বলেন, কেন্দ্রে ভোটারশূন্য শুধু নয়, ২০১৪ সালের পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর-বেড়াল উপস্থিত হয়েছে। কুকুর কেন্দ্রে রোদ পোহাচ্ছে। নির্বাচন নামের প্রহসন তা প্রমাণিত।’

ভোট বর্জনে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে ড. মঈন খান বলেন, সরকার বিএনপিকে ভাঙ্গতে না পেরে ব্যর্থ হয়েছে। জেল জুলুম গ্রেপ্তার করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি, সেখানেও সরকার ব্যর্থ। বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর চেষ্টাতেও সরকার ব্যর্থ হয়েছে।

বিএনপির আন্দোলন সফল হয়েছে জানিয়ে মঈন খান আরও বলেন, দেশের মানুষ এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচনে উৎসাহ পায়নি বলেও জানান তিনি।

এছাড়া ইসিকে তিনি বলেন, ভোটের হার নিয়ে কমিশনের বক্তব্যে কিছু যায় আসে না। সেটা জনগণের উপস্থিতির প্রতিফলন নয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments