আধুনিক কাগজ ডেস্ক:
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার হাজারীবাগ বটতলা আনোয়ারুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণে শিশুসহ আহত ৪ জন আহতের ঘটনা ঘটে। আহতরা হলেন- আমির হোসেন (৬০), মাকসুদা বেগম (৫০), বাদল আহমেদ (৫০) এবং তার ছেলে তানভির আহমেদ (৮)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
আহত আমির হোসেন বলেন, বটতলা মসজিদের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ করে ককটেল বিস্ফোরণ হয়ে আমার পায়ে স্প্রিন্টার লাগলে আমি আহত হই। পরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছি। এ সময় এক শিশুসহ আরও একজন আহত হয়েছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাজারীবাগ থেকে ককটেল বিস্ফোরণে শিশুসহ আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।