জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৫ আসনের জকিগঞ্জ উপজেলার ৭৭ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিরতীহীনভাবে ভোটগ্রহণ হয়েছে। উপজেলার অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম ছিলেন। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিলো। বেলা ২টা পর্যন্ত মোট ২৮% ভোট কাস্টিং হয়েছে।
এ আসনে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁর সঙ্গে টক্কর দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। বিভিন্ন কেন্দ্রের ফলাফলে দেখা গেছে জকিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এগিয়ে আছেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা তাসনীম জানান, অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর ২টা পর্যন্ত পুরো উপজেলার সব কটি কেন্দ্রে মোট ৩০% ভোট কাস্টিং ছিলো। বিকেল ৪টা পর্যন্ত কত পাসেন্ট ভোট কাস্ট হয়েছে সেই তথ্য এখনো আসেনি।