ওসমানীনগর প্রতিনিধি:
চলমান জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় এক যুগে সিলেট-২ আসনের অন্তর্ভূক্ত ওসমানীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহন। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও উপজেলার ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। কিন্তু ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী ও সতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেছে।
সরজমিনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ১শ২০ টা ভোট কাস্ট হয়েছে।কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৭শ ৮৭। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়ালাবাজার ইউনিয়েনর পাঠলী পাড়া ভোট কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৪হাজার ৩শ ৫৮ জন। মহিলা ৪ ও পুরুষ ৫টি বুথ মিলিয়ে মোট ৯ টি বুথে সকাল ১০ টা পর্যন্ত এই কেন্দ্র ১শ৫০ টি ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৮৮ ভোটার থাকলেও সাড়ে ১১ টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে শতাধিক । ৪ টা বুথে এই কেন্দ্রে ভোট গ্রহন চলছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুপক রঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫ জন। সকাল ১০ টা পর্যন্ত মোট ৩শ৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশেন্দো পৌদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদিপুর ইউনিয়েনর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৮ টা থেকে শুরু হয়ে আড়াই ঘন্টায় ১শ৫০টি ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭শ ৫৫ জন।
ব্রাক্ষণ গ্রাম হযরত শাহজালার (রহ.) কামিল মাদ্রাসায় দুপুর ১২ টা পর্যন্ত মোট ৫শ ৩৬ টি। মোট ভোটার ৪ হাজার ৭ শ ৯২। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নেপাল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা বলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।
তথ্যমতে, সিলেট-২ আসনের অন্তর্ভুক্ত বিশ্বনাথ-ওসমানীনগর এই দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন । ১২৮ টি ভোট কেন্দ্রের ৭৭৩ ভোট কক্ষে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ।
সিলেট-২ আসনে এবারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে ইয়াহইয়া চৌধুরী, বর্তমান এমপি ও গণফোরামের প্রার্থী সূর্য প্রতীকে মোকাব্বির খান, তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আশ প্রতীকে আব্দুর রব মল্লিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব প্রতীকে মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আম প্রতীকে মনোয়ার হোসাইন এবং সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মুহিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।