কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৩তলা একটি ভবন থেকে পড়ে আনোয়ার মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
শনিবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শহরস্থ দক্ষিণ বাজারে মিতালি ফার্মেসির মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলো কয়েকজন শ্রমিকরা। ভবনের পাশ ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার নিচে পড়ে যান। এ সময় আরেক শ্রমিক রুমন মিয়া (২৯) ভবনের ছাদে অজ্ঞান হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ও সিলেটে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে আনোয়ার মারা যান।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু বলেন, আনোয়ারের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।