বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মা:আব্দুল মুনীমের পিতা বালাগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী আব্দুল মতিন গত বুধবার রাতে (৪ জানুয়ারি) সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ৯ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগছিলেন।
আজ বেলা আড়াইটায় আদিত্যপুর আলীম মাদরাসা মাঠে তার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিপুল সংখ্যক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মাদরাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।