কাওছার আহমেদ রাহাত, গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন সালুটিকর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটককৃত বৃদ্ধ এসএমপির এয়ারপোর্ট থানাধীন ছালিয়া গ্রামের শমছু মিয়ার ছেলে আব্দুল হামিদ(৬৫)
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর বাজার এলাকায় অভিযান চালান সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের এস.আই নুর মিয়া ও এ.এস.আই শামীম আহমদ সঙ্গীয় ফোর্স। এসময় ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হামিদ (৬৫) কে আটক করা হয়।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল কান্তি দে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ আব্দুল হামিদ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।