বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeরাজনীতিছাতকে বিএপির দু’নেতা গ্রেফতার

ছাতকে বিএপির দু’নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) ফরিদ আহমদ ও উপজেলা স্বেছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেনকে আটক করেছে ছাতক থানা পুলিশ। মঙ্গলবার সকালে ছাতক পৌর শহরের পশ্চিম বাজার পাবলিক খেয়াঘাটের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় নির্বাচন বর্জনের দাবিতে তারা মিছিল ও লিফলেট বিতরণ করছিলো। মিছিলটি পাবলিক খেয়াঘাট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দিয়ে মিছিলটি ছত্র ভঙ্গ করে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরিদ আহমদ উপজেলার নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ছনখাইড় গ্রামের হাজী জুবেদ আলীর পুত্র ও আনোয়ার হোসেন একই ইউনিয়নের জোড়াপানি গ্রামের সাবেক মেম্বার মনোহর আলীর পুত্র। ছাতক থানার উপ-পরিদর্শক এস.আই শেখ নাজমুল ইসলাম জানান, তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments