বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Google search engine
Homeজাতীয়আগামীকাল থেকে সিলেটসহ সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন

আগামীকাল থেকে সিলেটসহ সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন

আধুনিক কাগজ ডেস্ক:

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ জানুয়ারি (বুধবার) থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের’ আওতায় প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে সশস্ত্র বাহিনী। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলোর এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করা হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments