মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Homeসংবাদনতুন বইয়ের ঘ্রাণ নেবে...

নতুন বইয়ের ঘ্রাণ নেবে সিলেটের সাড়ে ৯ লাখ শিক্ষার্থী

আধুনিক ডেস্ক:

আজ বছরের প্রথম দিন হবে বই উৎসব। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী।

এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে।

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এবারও দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় সরকার।

এদিকে ১ জানুয়ারি সারা দেশের মতো সিলেটেও অনুষ্ঠিত হবে বই উৎসব। এদিন সিলেট জেলার ৯ লাখ ৫১ হাজার ৫০২ জন প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে ৭৫ লাখ ৩২ হাজার ৯৮৫টি বই বিতরণ করা হবে।

রোববার রাতে সিলেট জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমনকি বই উৎসব উপলক্ষ্যে প্রতিটা স্কুল-মাদ্রাসার পাশাপাশি আনুষ্ঠানিকতার জন্য সরকারীভাবে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে; এমন তথ্যও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান।

সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মহসিনুর রহমান জানান- তাদের আওতায় মাধ্যমিক, ইবতেদায়ী ও মাদ্রাসায় (দাখিল পর্যন্ত) শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯০১ জন। বছরের প্রথম দিনে তাদের ৫১ লাখ ৯১ হাজার ৮২০টি বই তুলে দেয়া হবে।

তিনি বলেন, মাধ্যমিক, ইবতেদায়ী ও মাদ্রাসায় (দাখিল পর্যন্ত) শিক্ষার্থীদের বইয়ের চাহিদা ছিল সামান্য একটু বেশি। প্রায় শতভাগ বইই চলে এসেছে। যে সামান্য বাকি ছিল সেগুলো প্রতিদিনই আসছে।

রাতে কথা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এর সাথে। তিনি জানান, জেলায় প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৬০১ জন। এর মধ্যে বইয়ের চাহিদা ছিল ২৩ লাখ ৪১ হাজার ১৬৫টি। এরই মধ্যে শতভাগ বই চলে এসেছে। যেগুলো বছরের প্রথম দিন থেকে বিতরণ শুরু হবে।

এদিকে বই উৎসবে সারাদেশে প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হবে।

এর মধ্যে সারাদেশে প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন, প্রাথমিক স্তরের এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন, দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন, ইংরেজি ভার্সন ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, কারিগড়ির ট্রেড বই ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২ জন, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ জন ও ব্রেইল পদ্ধতির ৭২৪ জন; এই মোট তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে বিনামূল্যে নতুন বই।

বই উৎসবে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে। এরমধ্যে শিক্ষক সহায়িকা রয়েছে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি।

spot_img

Most Popular

আরও পড়ুন

ঐতিহাসিক রায়, জনগণকে সংযত থাকার আহ্বান জানাল সরকার

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

‘শেখ হাসিনাকে খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে’

আধুনিক ডেস্ক :: শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী...

হবিগঞ্জে মাকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ছেলেকে ২০ বছর পর গ্রেপ্তার

আধুনিক ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

spot_img

পড়ুন

ঐতিহাসিক রায়, জনগণকে সংযত থাকার আহ্বান জানাল সরকার

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো...

‘শেখ হাসিনাকে খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে’

আধুনিক ডেস্ক :: শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী নৈরাজ্য-নাশকতা, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুইটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন...

হবিগঞ্জে মাকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ছেলেকে ২০ বছর পর গ্রেপ্তার

আধুনিক ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছেলেকে ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা গেছে, ২০০৫...

মদিনার কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪৫

আধুনিক ডেস্ক :: সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে থাকা ৪৫ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে মুফরিহাত এলাকার...

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকায় একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ থানা সদর রোডে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন...

ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানানো হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন রোববার নিজেদের ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা...

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর: নির্বাচনের তফসিল ঘোষণা

শাবি প্রতিনিধি: দীর্ঘ ২৭ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার ) অনুষ্ঠিত হবে। আজ রবিবার ( ১৬ নভেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন ২০২৫-এর...

যুক্তরাজ্যে স্থায়ী হতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে ২০ বছর

আধুনিক ডেস্ক ::যুক্তরাজ্যের সরকার তাদের শরণার্থী নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার ২০ বছরের আগে স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যাবে না। সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমান নীতি অনুযায়ী, কেউ শরণার্থী হিসেবে থাকতে পারেন ৫...

সুনামগঞ্জ-৫ মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের সমাবেশ, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের

ছাতক প্রতিনিধিঃ ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে শক্তি প্রদর্শনমূলক এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সমাবেশের নেতৃত্ব দেন। রোববার বিকাল সাড়ে ৪টায়...

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: তিনজনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, পাথরবোঝাই ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে মাদক ব্যবসা, মাদক সেবন এবং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। একই সঙ্গে শাহ আরফিন...

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি আরোহীবাহী নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

আধুনিক ডেস্ক :: লিবিয়া উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। লিবীয় রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল–খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬...