বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeশিক্ষাদক্ষিণ সুরমায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

দক্ষিণ সুরমায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

এস এম ফাহিম, দক্ষিণ সুরমা

নতুন বছরের প্রথম দিনে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই । দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব সম্পন্ন হয় । উক্ত বই বিতরণ উৎসবে জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল এর সভাপতিত্বে এবং জালালপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো খসরুল হোসেন এর সঞ্চালনায় বই উৎসবে বক্তব্য রাখেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রশিদ । শিক্ষকদের মধ্যে আরো বক্তব্য রাখেন হাঃ মাওঃ আব্দুর রহিম আজাদ, অপূর্ব চক্রবর্তী, রফিক উদ্দিন, মনসুর আলী এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মমতাজ বেগম, রাবেয়া খাতুন প্রমুখ । ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ৭০০ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয় । শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং বলেন যে, পরীক্ষায় তোমাদের ভালো ফলাফলের জন্য বছরের শুরু থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং সকল শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে যাতে নিজেকে এবং শ্রেণিকক্ষকে পরিষ্কার রাখা যায় । সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে পুরো বাংলাদেশে শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছে দিয়েছেন যাতে সবাই বই পায় এবং বছরের শুরু থেকে পড়াশোনা করতে পারে সুতরাং তোমরা মনযোগ সহকারে পড়াশোনা করবে । তোমরাই হবে আগামীর বাংলাদেশ এই বলে সভাপতির বক্তব্যের মাধ্যমে বই উৎসব শেষ হয় । দক্ষিণ সুরমার শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়, নবারুণ স্কুল এন্ড কলেজ ও আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানেও বই উৎসব সম্পন্ন হয় ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments