কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলা গোয়েন্দা শাখার দক্ষিন জোনের অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই গ্রাম থেকে ভারতীয় ২৪ বোতল এসি ব্লাক (AC BLACK 375ml) ও ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস (Officers Choice Prestige Whisky180 M.) আটক করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, ইয়াকুব হোসেন, নোটন কুমার চৌধুরী’র সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভাটরাই (মাঝপাড়া) জনৈক আব্দুর রহিমের বসতবাড়িতে অস্থায়ীভাবে বসবাসরত আসামী ছয়ফুল আলমের বসতঘর থেকে এ অবৈধ মাদক আটক করা হয়।
সিলেট জেলা গোয়েন্দা শাখার দক্ষিন জোনের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ছয়ফুল আলম (৩২) পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়, মামলা নাম্বার -১৮। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।