এস এম ফাহিম, দক্ষিণ সুরমা প্রতিনিধি:
আজ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন জায়গায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জনের লক্ষ্যে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন। আজকের এই গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হানুল হক, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, বিএনপি নেতা লুতফুর রহমান, শামীম আহমদ, নিজাম আহমদ প্রমুখ। দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তারা এই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং আগামী ৭ তারিখের নির্বাচনকে বর্জন করার লক্ষ্যে জনমত তৈরীর জন্য এই গণসংযোগ অব্যাহত থাকবে বলে জানান। তাদের আজকের গণসংযোগে নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে মিছিল সহকারে লিফলেট বিতরণ করেন।