শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeসংবাদক্বিনসিটি সিলেট সামাজিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্বিনসিটি সিলেট সামাজিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আধুনিক ডেস্ক:

ক্বিনসিটি সিলেট সামাজিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সুয়েব নেওয়াজ এর পরিচালনায় সভায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজিব আহমদ অপু, প্রতিষ্ঠাকালীন সদস্য মো শহিদুল ইসলাম (সুহাত), আইটি সম্পাদক উমর ফাহিম, সাংবাদিক রেজুওয়ান আহমদ, জয়ন্ত কুমার দাস, সদস্য জুবায়ের আহমদ, আব্দুল্লাহ রহমান, মো. রুমন, রিফাতুল গনি, মিনহাজ, বাবলু, প্রদীপ, সাকিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদস্য আবু তাহের এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য তারেক রহমান। বার্ষিক সাধারণ সভায় হিসাব পেশ করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজিব আহমদ অপু। ২০২৩ সালে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগঠনের সদস্য ও ২জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভায় সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments