আধুনিক কাগজ ইন্টারন্যাশনাল
নিহত ফিলিস্তিনিদের রাফাহ‘য় গণকবর দেয়া হচ্ছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি গণকবরে প্রায় ৮০ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ দাফন করা হয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ লাগগুলোর মধ্যে কোনো ইসরায়েলি নাগরিক আছে কিনা তা যাচাইয়ের জন্য লাশগুলোকে ইসরায়েলে পাটানো হয়ে ছিল। পরে তাদের দক্ষিণ গাজার কেরেম শালোম ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়।
তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায় নি।
এর আগে ইসরায়েল জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ২৪০ জনকে জিম্মি করে ছিলেন তাদের মধ্যে অন্তত ১২৯ জন নিখোঁজ রয়েছেন। এছাড়াও দিনটিতে নিহত হয়েছে ১২০০ জন মানুষ।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বোমাবর্ষণে ২০,৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
নিহত ফিলিস্তিনিদের রাফাহ‘য় গণকবর দেয়া হচ্ছে
প্রাসঙ্গিক সংবাদ