শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeবিশ্বনিহত ফিলিস্তিনিদের রাফাহ‘য় গণকবর দেয়া হচ্ছে

নিহত ফিলিস্তিনিদের রাফাহ‘য় গণকবর দেয়া হচ্ছে

আধুনিক কাগজ ইন্টারন্যাশনাল
নিহত ফিলিস্তিনিদের রাফাহ‘য় গণকবর দেয়া হচ্ছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি গণকবরে প্রায় ৮০ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ দাফন করা হয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ লাগগুলোর মধ্যে কোনো ইসরায়েলি নাগরিক আছে কিনা তা যাচাইয়ের জন্য লাশগুলোকে ইসরায়েলে পাটানো হয়ে ছিল। পরে তাদের দক্ষিণ গাজার কেরেম শালোম ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়।
তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায় নি।
এর আগে ইসরায়েল জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ২৪০ জনকে জিম্মি করে ছিলেন তাদের মধ্যে অন্তত ১২৯ জন নিখোঁজ রয়েছেন। এছাড়াও দিনটিতে নিহত হয়েছে ১২০০ জন মানুষ।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বোমাবর্ষণে ২০,৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments