কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের জালে আটক হয়েছে রাসেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায় ও এএসআই (নিঃ) জিতু মিয়া’র সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার এলাকা হতে অভিযান চালিয়ে ১১ বোতল অফিসার চয়েজ (প্রতি বোতলে ১৮০মিলি) মদসহ একজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি রাসেল ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার চরখেজুরপাড়া, ৮৩নং মীরেরবাগের মোঃ সবুজ মিয়ার পুত্র।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ জানান, রাসেল’কে মাদকসহ গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার নং-১৭। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।