শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeবিনোদননির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জরিমানা

আধুনিক কাগজ বিনোদন
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ২৪ সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে তাকে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
জানা গেছে, নির্বাচনি আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহি নিজে উপস্থিত ছিলেন না।
এদিকে এ আসনের গোদাগাড়ীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করার দুইজনকে জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার। রোববার বিকালে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments