কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার কালীবাড়ি একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির হানিফ মাহমুদের বসত ঘরে আগুন লাগে। এতে ঘরে থাকা ফ্রিজ, ফার্নিচার ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকজ্জামান রানা জানান, পাশের বাড়ীতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ারসার্ভিস’কে ফোন দিলে সাথে সাথে রেসপন্স করে, তারা আগুন পুরাপুরি নিয়ন্ত্রণ আনেন। হানিফ মাহমুদের ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন।
হানিফ মাহমুদ জানান, ভোরে উঠে দেখি ঘরের মধ্যে ধোঁয়া।
সঙ্গে সঙ্গে ঘরে থাকা সবাইকে সরিয়ে নেই, প্রথমে স্থানীয়রা আগুন নেবাতে সাহায্য করেন, পরে ফায়ারসার্ভিস কে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, আগুনের সুত্রপাত ফ্রিজ থেকে হতে পারে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।