দক্ষিণ সুরমা প্রতিনিধি:
।
দক্ষিণ সুরমা উপজেলার ৭নং জালালপুর বাজারে রবিবার রাত ৮ টায় সিলেট-৩ আসনের নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন এবং নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অয়েছ আহমদ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ শাহিন, মখদ্দস আলী,জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মালিক মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বাবলু হাসান সহ আরো অনেকেই । জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এবং এই গণসংযোগে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, মোগলাবাজার, দাউদপুর ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
গণসংযোগ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে জালালপুর বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং দোয়ার মাধ্যমে সভা শেষ করেন। হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন আগামী ৭ জানুয়ারি সবাই নৌকায় ভোট দিয়ে নৌকার জয় সুনিশ্চিত করবেন এর জন্য নেতাকর্মীদের আরো বেশি কাজ করতে হবে ।