বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeসংবাদগাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

আধুনিক কাগজ ডেস্ক
শুক্রবার গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি নামে ওই পরিবারের সদস্যরা নিহত হন। এই পরিবারের ১৬ জন সদস্য হামলায় প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। খবর এপির।
শনিবার গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবারের এ হামলা ছিল ৭ অক্টোবরের পর অন্যতম রক্তক্ষয়ী হামলা।
হামলায় নিহতদের মধ্যে ইসাম আল-মুগারাবি নামের জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার একজন সাবেক কর্মী ছিলেন। ইসরায়েলিদের হামলায় তার স্ত্রী ও ৫ সন্তান প্রাণ হারিয়েছেন।
ইসাম আল-মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার। এক বিবৃতিতে স্টেইনার বলেছেন, ‘ইসাম ও তার পরিবারের মৃত্যু আমরা গভীরভাবে শোকাহত। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য হতে পারে না, এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।’
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর গাজায় বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments