সবুজ আহমদ:
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
শুক্রবার বাদ আসর সিলেট শাহী ঈদগাহ থেকে শুরু করে নগরীর কাজীটুলা পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে সিলেট জেলা ও মহানগর যুবদল।
লিফলেট বিতরণের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিন।
বক্তব্যে তিনি জনগণকে এই নির্বাচন বয়কট করার আহবান জানান। সাথে সাথে বেগম খালেদা জিয়া ও সকল বিএনপির নেতাকর্মীকে মুক্তির দাবিও করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য তুফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, লিটন আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এমদাদুল হক স্বপন, জি এম বাপ্পি, এনামুল হক চৌধুরী শামীম সহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।