বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
Google search engine
Homeজাতীয়"ভবিষ্যত প্রজন্মের স্বপ্নের নিরাপত্তায় শেখ হাসিনার বিকল্প নেই"

“ভবিষ্যত প্রজন্মের স্বপ্নের নিরাপত্তায় শেখ হাসিনার বিকল্প নেই”

জয়ন্ত কুমার দাস:

সিলেটকে তার স্বপ্নের মতো সাজাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা শেষে ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃৃন্দ এমনটিই মন্তব্য করলেন। তারা আশা প্রকাশ করেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় সিলেটবাসী শেখ হাসিনার প্রতিই আস্থা রাখবেন। ভবিষ্যত প্রজন্মের স্বপ্নের নিরাপত্তায় শেখ হাসিনার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আধুনিক কাগজকে বলেন, সিলেটের মানুষ যেন দুধেভাতে থাকে প্রধানমন্তীর চাওয়া এটিই। তিনি চান সিলেটের একজন মানুষও গৃহহীন থাকবে না। সিলেটের শতভাগ বিদ্যুতায়ন তিনি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের একটি স্মার্ট বিভাগ হিসেবে সিলেটকে দেখতে চান। সিলেটের মানুষের প্রতি শেখ হাসিনার ভালোবাসা-আবেগ অনেক বেশি। তিনি প্রতিবার তার নির্বাচনী প্রচারণা এই সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরানের (রাহ.) মাজার জিয়ারত করে শুরু করেন এবং এবারও তার ব্যতিক্রম করেননি। আগামীতের সিলেটের প্রতি তার এ আবেগ ও ভালোবাসা বজয় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটের জনসভাকে সফল হিসেবে উল্লেখ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আধুনিক কাগজকে বলেন, আমি অনেকবার সিলেট এসেছি; কিন্তু এবারের আসাটা ব্যতিক্রম। কারণ আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের আশা আকাক্সক্ষার একমাত্র কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা সিলেট এসেছেন। সিলেটের সকল শ্রেণীর মানুষ সকল বয়সের, সকল পেশার, সকল রাজনৈতিক দলের মানুষ শেখ হাসিনার প্রতি সমর্থন জানাতে এসেছেন, স্মার্ট বাংলাদেশের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। আধ্যাত্মিক রাজধানী সিলেট। সিলেটের মানুষ সব সময় দেশরত্ন শেখ হাসিনার পক্ষে থেকেছে, স্মার্ট বাংলাদেশের পক্ষে থেকেছে। আমি বিশ্বাস করি সিলেটের মানুষ আজ যে রায় দিয়েছেন, যে গণজোয়ারের রাজধানীতে পরিণত হয়েছে সিলেট, সে হাওয়াই সারা বাংলাদেশে প্রবাহিত হবে এবং বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে ৭ জানুয়ারি শেখ হাসিনার পক্ষে রায় দিতে যাচ্ছে।

তরুণদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা যারা তরুণ রয়েছি, আমরা যারা প্রথম ভোটার হয়েছি কিংবা যাদের বয়স ১৮ থেকে ২৫ কিংবা ৩০ আমরা আজকে দলমত নির্বিশেষে স্মার্ট বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের ভবিষ্যত প্রজন্মের স্বপ্নের নিরাপত্তার নিশ্চিতের জন্য, আমাদের উন্নত-সমৃদ্ধ জীবনের জন্য, আমাদের শিক্ষার সুনিশ্চিত পরিবেশের জন্য, কর্মসংস্থানের পরিবেশের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আমাদের একমাত্র রায় শেখ হাসিনা

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments