শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeজাতীয়মিছিল- স্লোগানের নগরী সিলেট

মিছিল- স্লোগানের নগরী সিলেট

আধুনিক কাগজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটে দলীয় সভানেত্রী নির্বাচনী প্রচারণার জনসভায় যোগ দিতে মিছিলে মুহুর্মুহু মিছিলে আলিয়া মাদ্রাসার মাঠে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিলেটের আশেপাশের বিভিন্ন এলাকাসহ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকেও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানেরবিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ছোট-বড় মিছিল নিয়ে শহরের ভিতর ঢুকতেছেন।
তারা খন্ড খন্ড মিছিলে নৌকা নৌকা স্লোগানে জড়ো হচ্ছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা অভিমূখে।

সিলেটের আলিয়া মাদ্রাসার আশেপাশের এলাক চৌহাট্টা, রিকাবীবাজার, দরগাহ হেইটসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে।

কেউ লিফলেট বিতরণ করছেন, আওয়ামীলীগের মনোগ্রাম সম্বলিত ক্লিপ বিতরণ করতেও দেখা গেছে। সমর্থকদের মধ্যে কেউ কেউ পুরো শরীর জুড়ে নৌকা প্রতীক এঁকেছেন, কেউবা ছোট ছোট রঙিন নৌকা বানিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়চ্ছেন। নৌকা নৌকা বলে দিচ্ছেন স্লোগান। বলছেন, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের মার্কা নৌকা মার্কা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে নেতা-কর্মীদের ভিড়। ।মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। একে একে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছেন।

উল্লেখ্য, আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। পরিচালনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments