ছাতক প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারা বাজার) নয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ রাশেদ ইকবাল চৌধুরীর কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। পরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা।
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য- মুহিবুর রহমান মানিক পেয়েছেন নৌকা। স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী পেয়েছেন ঈগল। জাতীয় পার্টির প্রার্থী মোঃ নাজমূল হুদা পেয়েছেন লাঙ্গল। গণফোরামের প্রার্থী আইয়ূব করম আলী পেয়েছেন উদীয়মান সূর্য। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আজিজুল হক পেয়েছেন আম। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী আবু সালেহ পেয়েছেন একতারা। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফর প্রার্থী মোঃ আশরাফ হোসেন পেয়েছেন টেলিভিশন। জাতীয় পার্টি জেপির প্রার্থী এডভোকেট মনির উদ্দিন পেয়েছেন বাইসাইকেল।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হাজী আব্দুল জলিল পেয়েছেন গামছা।
প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।##