বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Google search engine
Homeসংবাদবিশ্বনাথে ২১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি আশরাফুল ডাকাত গ্রেপ্তার

বিশ্বনাথে ২১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি আশরাফুল ডাকাত গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ সাজার ২১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই ডাকাতকে গ্রেপ্তার করেছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় থানার এসআই রুমেন আহমদ, শেখ আলী আজহার ও এএসআই আবু ছালেহ মুছার নেতৃত্বে একদল পুলিশ সোমবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ‘বৈরাগী বাজার-জমশেরপুর’ ব্রীজের উপর থেকে আশরাফুল ডাকাতকে গ্রেপ্তার করে। সে রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাকাত আশরাফুল হককে সিলেট মেট্টোপলিটনের দক্ষিণ সুরমা থানাধীন তেতলী গ্রামের ‘জিলু মিয়া’কে ডাকাতিকালে নৃশংসভাবে হত্যার অভিযোগে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডে দন্ডিত করেন। দন্ডপ্রাপ্ত আসামী আশরাফুল হক’সহ আরো ৪ ডাকাত মিলে ২০০২ সালে ডাকাতিকালে ভিকটিম জিলু মিয়াকে নৃশংসভাবে হত্যা করে ছিলেন। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার ঝাঝড় গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ চেরাগ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করে ছিলেন। বিজ্ঞ আদালতে বিচার কাজ শেষে ডাকাত আশরাফুলকে মৃত্যুদন্ড প্রদান করেন।

মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত আশরাফুল হককে বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments