শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeখেলাভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে ফিরলো রিয়াল

ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে ফিরলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
গতকাল রাতের ম্যাচটিতে ৪-১ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা।
২৫তম মিনিটেই জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়ালে। লুকা মদ্রিচের দারুণ ক্রসে হেড করে জালে বল পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে এটি তার ১৩তম লিগ গোল।
৩৭তম মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। যদিও গোলের পর অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্দান্ত বদলে দেয়।
যদিও বিরতির পর ব্যবধান কমান ভিয়ারিয়ালের হোসে লুইস মোরালেস। কিন্তু সেই স্বস্তি দীর্ঘায়িত হয়নি তাদের। ৬৪তম মিনিটে ব্যবধান ৩-১ করেন ব্রাহিম দিয়াজ এবং চার মিনিট পর ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকা মদ্রিচ।
এর আগে গত সপ্তাহে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল রিয়াল। অন্যদিকে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষে উঠে আসে জিরোনা। তবে আজ রাতে আলাভেসকে হারাতে পারলে জিরোনা ফের শীর্ষে উঠে আসতে পারবে।
শীর্ষে উঠে আসা রিয়ালের ১৭ ম্যাচে সংগ্রহ ৪২ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। অবশ্য তারা এক ম্যাচ কম খেলেছে। আর তিনে থাকা বার্সেলোনার সংগ্রহ ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments