বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার প্রথম প্রহরে শহীদ জিসি দেবের স্মরণ স্তম্বে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
স্মরণ স্তম্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী, বিয়ানীবাজার পৌরসভা, উদীচী শিল্পী গোষ্টিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল
এদিকে সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ্যে পুষ্প শ্রদ্ধা নিবেদন করা হয়।