ওসমানীনগর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় সিলেটের ওসমানীনগরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার ভোরে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ওসমানীনগর থানা পুলিশ, ফায়ার ব্রিগেড, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আনা মিয়া এবং তথ্য কর্মকর্তার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, নবাগত ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল ও মুক্তিযোদ্ধার সন্তান যোবায়ের আহমদ শাহিন। পরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার বিতরণ করা হয়।