বিশ্বনাথ প্রতিনিধি:
সাদা পাথর স্বচ্ছ নীল জলের স্রোতের আকাশের নিচে চারপাশে পাহাড়ের গাঁয়ে ভেসে বেড়ানো মেঘের ভেলায় রুপ নিয়েছে এক টুকরো ‘কাশ্মীর’। ‘বাংলার কাশ্মীর’ দেখতে বুধবার (১৩ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকরা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের উদ্দেশে দুটি নোহা গাড়িযোগে রওয়ানা।
সিলেট থেকে সড়কপথে ৩৩ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ অভিমুখে গাড়ি এগিয়ে যাচ্ছে রাস্তার দুপাশে সারি সারি চা বাগান পাহাড়ের টিলা পিছনে ফেলে। একে অপরের সাথে নানা খুনসুটি, ভ্রমণ নিয়ে রাজ্যের সব গল্প গুজব আর মাঝে মধ্যে হৈ-হুল্লোর। এভাবে পৌছানো হলো সাদাপাথরে। সেখানে স্বাগত জানালেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এরপর প্রথমে বর্ডার হাটে ঢুকে ভারতীয় পণ্য কেনাকাটা সেরে সবাই ইঞ্জিনচালিত দুটি পর্যটকবাহী ট্রলার যোগে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছনো হলো ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। সাদা পাথরের উপর গড়িয়ে যাওয়া নীল স্বচ্ছ পানিতে নেমে পাথর আর জলের সাথে সবাই খেলা করে আর মনোরম দৃশ্যে ছবি তুলতে তুলতে বিকেলে আবার নৌকা ঘাটে। সেখানে হাঁসের মাংস দিয়ে খাবার শেষে আবার বিশ্বনাথে ফেরা। সারাক্ষণ সংবাদের পেছনে ব্যস্ত থাকা সাংবাদিকদের বছরের একদিন কাটলো আনন্দে।
গত বছরের ন্যায় এবারও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে সার্বিক সহযোগিতা করেন ডেইলী সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখ।
আনন্দ ভ্রমণে অংশ নেন প্রেসক্লাব’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), বর্তমান সভাপতি আশিক আলী (যুগান্তর), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা), যুগ্ম-সম্পাদক শুকরান আহমেদ রানা (সকালের সময়), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার ও দপ্তর সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) ও ডেইলি সিলেট সংবাদের প্রতিনিধি শেখ শওকত আলী ইমন। সাথে ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আব্দুল জলিল (ইনকিলাব), সোহরাব আহমদ (যুগান্তর), কবির আহমদ (এনটিভি), ও কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ।