সিলেটে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ওমর ফারুক (২৫) নামের এক যুবক। গত শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ওমর ফারুক সিলেটের গোলপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের শওকত আলীর ছেলে।
ঘটনার পরদিন ওমর ফারুকের ভাই মো. জাবের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ওমর ফারুকের শ্বশুরবাড়ি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৮ নং ওয়ার্ডের আখালিয়া এলাকার ক্বারীপাড়ায়। সেখানে বেড়াতে গিয়েছিলেন তিনি। শনিবার দুপুরে তিনি তার কর্মস্থল দক্ষিণ সুরমার রাখালগঞ্জে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছেন।
কেউ তার সন্ধান পেলে এই দুই ০১৭৫৩৭৬২৫৫৪ ও ০১৯৭৭৪৭৫৬৯৯ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ভাই মো. জাবের।