মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর জালে বন্দি হয়েছেন অজ্ঞান পার্টির দুজন। এর মধ্যে একজন এ চক্রের মূল হোতা।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানাসদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁওয়ের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর এলাকার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।
র্যাব-৯ এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়- গত ৫ ডিসেম্বর দুপুরে এক নারী মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকের শাখায় গিয়ে সেখান থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ চক্রের সদস্যরা রুমালের মধ্যে চেতনানাশক পদার্থ মিশিয়ে ওই নারীর নাক-মুখে নিক্ষেপ করে। এতে ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় পরে ভিকটিম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র্যাব-৯-ও তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে সোমবার বিকালে শ্রীমঙ্গল থানাসদর থেকে সালাউদ্দিন ও আনোয়ারকে গ্রেফতার করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।