গত রোববার বাবার সাথে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত তালহার প্রতি সহমর্মিতা দেখিয়ে চালকের বিচার দাবি ও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখা।
মঙ্গলবার দুপুরে এম এ মুমিত আসুক চত্বরে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পূ, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলার সহ সভাপতি জহিরুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, অটো মোবাইল মেকানিক সমিতির সহ সভাপতি সোহেল আহমদ, তাজুল ইসলাম, নিহত তালহার পিতা মোস্তাকিম হোসেন, উপজেলা বাস লাইটেস সমিতির সহ সভাপতি হিরা মিয়া প্রমুখ।