গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস হতে ১১ মাস বয়সী ৬০০০ হাজারের অধিক শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও বারো মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজারের অধিক শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উপজেলার ২১৯ টি কেন্দ্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়নো হবে। উদ্বোধনী ক্যাম্পেইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কিশোলায় সাহা ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ।
ডা. কিশোলায় সাহা জানান, উপজেলার ২১৯ টি কেন্দ্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এ টিকা খাওয়নো হবে।
তিনি বলেন কেউ বাদ পড়লে আগামী চার দিন ১৩, ১৪-১৭ ও ১৮ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবে।