শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeবিশ্বমার্কিন ভেটোতে গাজায় রক্তের বন্যা বইছে: রাশিয়া

মার্কিন ভেটোতে গাজায় রক্তের বন্যা বইছে: রাশিয়া

ইন্টরন্যাশনাল ডেস্ক
রাশিয়া বলেছে, গত সপ্তাহে গাজায় জরুরি মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনের গাজায় রক্তের বন্যা বইছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সোমবার বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার সাধারণ পরিষদে জরুরি মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ভেটো দেয়ার অর্থ হল গাজায় ভয়াবহ রক্তপাত অব্যাহত রাখার স্বীকৃতি। এর মাধ্যমে মানবিক বিপর্যয় আরো স্থায়ী হবে। ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে।’
সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ ৯০টিরও বেশি দেশ খসড়া রেজুলেশনটির পক্ষে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ভোট দেয়।
কাউন্সিলের ১৩ সদস্য রাষ্ট্র হ্যাঁ ভোট দিয়েছে, এসময় যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। একমাত্র যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নিরাপত্তা পরিষদের ৫ সদস্যই শুধু ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন সময় এসেছে নিরাপত্তা পরিষদের সংস্কারের।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments